Header Ads

ভুলতে পারবনা তোমায়

ভুলতে পারবনা তোমায়

ওরা দুজন দুজন কে খুব ভালোবাসতো……………………………………….

ছেলেটা মেয়েটাকে জড়িয়ে বলতোঃ তোমাকে কাছে টানলে এতো শান্তি পাই কেনো বলো তো ?
মেয়েটা হাঁসতে হাঁসতে ছেলেটা কে বলতোঃ আমার হৃদয় টা যে তোমার বুকে গাঁথা দুজনের দিন বেশ কাটছিলো………………….

হঠাৎ
ছেলে টা একদিন শুনলো মেয়েটা অন্য
একটা ছেলেকে বিয়ে করছে  



মেয়েটার বিয়ের দিন ছেলেটার এক বন্ধু একটা সুন্দর গিফ্ট নিয়ে মেয়েটার কাছে গেলো,
মেয়েটাকে কিছু
না বলে গিফ্ট
টা মেয়েটার
হাতে দিয়ে চলে এলো
ছেলেটা চলে যাবার
পর মেয়েটা গিফ্ট খুললো,

দেখলো একটা তাজা হৃৎপিন্ড,
তখনো রক্ত
পড়ছিলো
গিফ্ট টার ভেতর
একটা চিঠিও ছিলো,
মেয়েটা কাঁপা কাঁপা হাতে চিঠি টা খুললো,

"তুমি বলতে না তোমার
হৃদয় টা আমার
কাছে আছে ?
তাই ফিরিয়ে দিলাম
কারন, তোমার হৃদয়
যদি আমার কাছে থাকে তুমি তাহলে অন্য
কাউকে ভালো বাসবে কি করে ?
তাই তোমার জিনিস তোমায়
ফিরিয়ে দিলাম



No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.