Header Ads

জন্মদিনের উপহার

 জন্মদিনের উপহার

A Sad Love Story


একটি 19 বছরের মেয়ে তার প্রেমিকের
কাছে গিয়ে বলল।
মেয়ে : আমার ২০ তম জন্মদিনে তুমি
আমাকে কি উপহার দিবে?

ছেলেটা মুচকি হেসে বললেন,
ছেলে : এখনও তো অনেক সময় আছে, আর
সময়
হলেই তুমি তোমার জন্মদিনের উপহার
পেয়ে যাবে।
বেশ কিছুদিন যাবার পর, একদিন হঠাৎ
করেই, মেয়েটি অজ্ঞান হয়ে যায়,
বাসার সবাই বেশ অস্থির হয়ে পড়ে।
কিছুই বুঝে উঠতে পাচ্ছিলো না কেও,
কি হয়েছে মেয়ে টার? তারপর সবাই
মিলে তাকে হাসপাতালে নিয়ে
যায়।

হাসপাতালে ডাক্তার অনেক পরীক্ষা
নিরিক্ষা করার পর, তার পরিবার কে
বলল।
সাদিয়ার হার্টে একটি ফুটো ধরা
পড়েছে, এখন যদি খুব তাড়াতাড়ি হার্ট
পরিবর্তন না করা যায়, তাহলে হয়তো
সাদিয়া কে আর বাঁচানো সম্ভব হবে
না।
সবাই এই কথা শুনে কান্নায় ভেঙ্গে
পরলো। সাদিয়ার মা বাবা কিছুতেই
মেনে নিতে পারছিলনা।
সাদিয়ার প্রেমিক আকাশ তার বিষয়ে
ডাক্তার এর কাছে থেকে সব কিছু শুনে
বলল এ কিছুতেই হতে দিবে না সে।
                                              Image result for big boy crying hospital  
তারপর আকাশ মেয়েটির রুমে গেলো,
দেখল তার ভালোবাসার মানুষটি
বিছানায় শুয়ে আছে, আকাশ কাছে
যেতেই মেয়েটি বলল,
মেয়ে : আকাশ আমি মনে হয় আর বাঁচব না।
সাদিয়ার চোখের পানি মুছে দিলো
আকাশ, আর বলল কে বলছে তুমি বাঁচবে
না?
তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে।
মেয়ে : তুমি কি করে জানলে?
ডাক্তার তো বলেছে আমার হার্টে
একটি ছিদ্র আছে, আর আমাকে বাঁচানো
সম্ভব না।
আকাশ : ধুর পাগলি তোমার কিচ্ছু হবে
না, দেইখো তুমি ভালো হয়ে যাবে।

এভাবে বেশ কিছুদিন যাবার পর
সাদিয়া সম্পুর্ন সুস্থ্য হয়ে উঠে এবং
বাসায় ফিরে যায়।
বাড়িতে ফিরেই সে আকাশ কে খুঁজতে
থাকে।
না পেয়ে, আকাশের বাড়িতে চলে
জায়।
আকাশের বাড়িতে কেও নেই, অবশেষে
আকাশের ছুটো ভাই এর দেখা পেলো
সাদিয়া।
সাদিয়া : কিরে তোর ভাই কোথায়?
আকাশের ভাই কথা না বলেই হাত দিয়ে
ইশারা করে আকাশের রুমটি দেখিয়ে
বলে উঠলো টেবিল এর উপরে আপনার জন্য
একটা চিরকুট রাখা আছে।
সাদিয়া কথাটা শুনে দৌড়ে আকাশের
রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে
শুরু করল।

প্রিয় তমা, আমি জানি যেদিন তুমি এ
চিরকুট পাবে, সেদিন তুমি সম্পূর্ন সুস্থ
হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে
আগের মত করে।
যেমনটা আমি তোমাকে বলেছিলাম।
আমি বলেছিলাম না তোমার কিচ্ছু
হবে না।
দেখছ তাই হয়েছে।
তুমি আমার কাছে তোমার ২০ তম
জন্মদিনে উপহার চেয়েছিলে না।
অনেক ভেবেছি কিন্তু তোমাকে কি
উপহার দিব ভেবে পাচ্ছিলাম না?
তোমার অসুস্থতায় কথা যখন ডাক্তার বলল
আর যখন বলল একটি হার্ট খুজছিল, তখন মনে
হল তোমার জন্য এর চাইতে ভালো আর
কোনো উপহার হয়না।
আমার হার্টই ছিল একমাত্র শ্রেষ্ঠ উপহার,
যা আমি তোমাকে দিয়ে গেলাম।
মন খারাপ কর না?
আমি আকাশের ঐ উপর থেকে তোমাকে
দেখব।###®®®®®®®®®®®I LOVE U,,,,,,
LOVE YOU

No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.